Tuesday, July 26, 2016

" লাল রং "


লাল রং এ যেন ভালোবাসার রং।অনেক সময় কেউ তার পছন্দের মানুষটিকে একটি লাল গোলাপ দিয়েও তার ভালো লাগা প্রকাশ করে। লাল রং এমনি একটি রং যা কম বেশি সকলেই পছন্দ করে। কিন্তু পোষাকের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই রংয়ের কাপড়ে মানায়। ব়ৃদ্ধ বয়সে চাইলেও এই রংয়ের কাপড় পড়া যাবেনা। তাই সময় থাকতে নিজের পছন্দের রংয়ের কাপড় পড়া উচিত। অনেক খুঁজে যে কয়টি ছবি পেয়েছি তাই দিলাম। ইচ্ছে থাকা সত্ত্বেও সবার ছবি দিতে পারিনা। ভুল হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

No comments:

Post a Comment