Wednesday, July 27, 2016

একটি ফোন এবং আদেশ নামা


সকালে অফিসে আসার পথেই একটি ফোন, নাম্বার অপরিচিত, সাধারণত অপরিচিত নাম্বার আমি ধরিনা। দুবার ফোন আসার পর ধরলাম। খুবই পরিচিত গলা, কোন ভনিতা নয়, কোন ভূমিকা নয়, সরাসরি আদেশনামা। আমাকে লিখতে হবে এই পেজে। বললাম লিখি তো, ছড়া দিচ্ছি,কবিতা দিচ্ছি, ছবি পোস্ট করছি, লাইক কমেন্টস সবই করছি। -এগুলোতে নাকি হবেনা, ব্রড লিখা লিখতে হবে আবার। কিছু আদেশ অগ্রাহ্য করা যায়না,এটা অগ্রাহ্য করতে ইচ্ছে করছে। আবার যদি করি সেটা চরম ওদ্ধত আচরন হয়ে যায়।

No comments:

Post a Comment