Wednesday, July 27, 2016

গতকাইলকা রিপন-মানিক ভাই জোট বাধি


গতকাইলকা রিপন-মানিক ভাই জোট বাধি হেতাগো ফীরেের জন্মদিনের খানা খাইতো পেলেনের ছাদে কিছু ভক্তরে নিয়া যাইতে ছাইছিল।আমারেও নিতে ছাইছে।আমি রাজি হই নাই,এরলাগি কত কতা হুনাইলো!আমি যারা উরফে উঠছে তাগো আত্মীয়গুলারে খবর দিছি।তারা আইসা এমন গনধোলাই দিছে,এক্কারে গাল মুখ ফুলি গেছে।আর একাম কইরতে সাহস পাইতোনো।ফীরে ছলে ভক্তের ট্যাহায়,হেয় বইয়া বইয়া মজা দেখছে।মানাতো কইরতে পাইত্তো।

No comments:

Post a Comment