Wednesday, July 27, 2016

আজকে দুপুরে খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেলো


আজকে দুপুরে খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেলো। তাই ঝিমুনি আসতেছে। নবাবিতে খাবারের পর কফি খেলাম। বর্তমানে বসে আছি বন্ড কাষ্টমে। বন্ড অফিসারের সাথে দেখা করার জন্য। আসি আসি করেও এখনো আসছেন না। পাঁচ মিনিট দশ মিনিট করতে করতে এক ঘন্টা হয়ে গেলো, আসার কোন লক্ষন দেখতাছি না। কখন আসবেন সেটাও বুঝতেছি না। কাজ মানে ঠেকা আমার তাই তীর্থের কাকের মত বসে আছি। কারো জন্য অপেক্ষা করাটা কতটা বিরক্তিকর একমাত্র যে অপেক্ষা করে সে জানে। এখানেও আসার পর চা খেয়েছি। তাও ঝিমানি আসতেছে। লোকজনের আনাগোনার জন্য টেবিলে মাথাটা রাখতেও পারছিনা।

No comments:

Post a Comment