Wednesday, July 27, 2016

বই খাওয়া, বই ছেঁড়া


আমাদের যখন বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যেত,তখন স্কুলের নতুন বই পাওয়ার আগে আরো কয়েক সেট বই পাওয়া হয়ে যেত।কারন আমাদের বিল্ডিং এ থাকত Farjana Rita, Farzana Haque Rini আর বাচু।ওরা সবাই আমার এক ক্লাস সিনিয়র হওয়াতে ওদের বইগুলো নিয়ে নিতাম।সাথে সাথে যত সহায়ক বই আছে তাও দিত। রিতার বই গুলো বিশেষ করে বাংলা বই এর ছবিগুলো সুন্দর করে রং করা থাকত। স্কুলের বই পাওয়ার পর আমার চার সেট বই হত। এত বই পাওয়ার পরেও আমি কিন্তু বইয়ের যত্ন নিতাম না। বেশির ভাগ বই ছিড়ে ফেলতাম। জাকিয়া আপা বলতেন,তুমি কি বই খাও? এত বই ছিড়ে কেন? আসলে স্কুল ছুটি র ঘন্টা পড়লে তাড়াহুড়ো করে ব্যাগে বই ভরতাম।তখনই বইগুলো ছিড়ে যেত আস্তে আস্তে। বইয়ের যত্নের চেয়ে তাড়াতাড়ি বাসায় যাওয়া যেন বেশি জরুরি।

আর এখন বইয়ের এত বেশি যত্ন নেয়া হয় যে ছিড়ে না, মানে পড়াও হয়না।বই বইয়ের মত থেকে যায়,পাঠক পায় না

No comments:

Post a Comment