Wednesday, July 27, 2016

শুভ সকাল বড়/ছোট ভাই


শুভ সকাল বড়/ছোট ভাই,বোন- বণ্ধুদের।।আশা রাখি সকলে ভাল আছেন।।কামনাও তাই।।আমি গতকাল (পরী এবং আশিক) নামে একটি জীবন থেকে নেয়া গল্প আপনাদের সামনে উপস্হাপন করেছি।।জানি না বিষয়টা কতটুকু গ্রহন যোগ্যতা পেয়েছে।।তবে নিতান্ত আবেগ থেকেই আমার এই উপস্হাপন।।আমাদের কলোনিতে ষ্টীলার জুটি আছেন হাতেগোনা কয়েকজন।।ওনাদের ভালোবাসার সময়কার কিছু ঘটনা যদি আমাদের মাঝে তুলে ধরতেন,এমন কিছু মধুর বা কষ্টের স্মৃতি যেগুলো ওনাদের কখনও হাসায় বা কাদায় বা এমন কিছু যেমন ওনারা লুকিয়ে দেখা করতে গিয়েছেনন,এমন সময় কেউ দেখে ফেলেছেন বা দৌড়ানি দিয়েছেন বা খেয়েছেন এই টাইপের।।তাহলে আমরা যারা ছোট আছি তারা কিছুটা উপলব্ধি করতাম যে কলোনির লাইফটা কেমন ছিল বা তখনকার চিঠির যুগের ভালোবাসাটা কেমন ছিল।।

No comments:

Post a Comment