Wednesday, July 27, 2016

আজ সকাল সাড়ে এগারোটায় Nazmul Huda ভাই ফোন দিয়ে বললো


আজ সকাল সাড়ে এগারোটায় Nazmul Huda ভাই ফোন দিয়ে বললো দেড়টার সময় নবাবী রেষ্টুরেন্টে আসার জন্য। সাথে Shahabuddin Liton কে আনার জন্য বললো। যথারীতি ১.৪৫ টায় হাজির হলাম। সেখানে গিয়ে দেখলাম আগেই থেকে মোজাম্মেল ভাই, জিয়া ভাই, জসিম ভাই, মাসুক ভাই, নাজমুল ভাই, বাবু, মামুন অামাদের জন্য অপেক্ষা করছে। পরে আসলো লিটন, টিপু, টিংকু, অপু, পুলক এবং মুরাদ। সেখানে আগামি ২০ আগষ্ট পেইজের বর্ষ পুর্তি উপলক্ষ্যে আলোচনা হলো, খাওয়া দাওয়া হলো। নাজমুল ভাইকে জিজ্ঞাসা হঠাৎ করে এখানে এই প্রোগ্রামের কেন আয়োজন। পর জানতে পারলাম নাজমুল ভাই আর Jashim Uddin ভাই গতকাল সন্ধায় Ziaul Hasan ভাইয়ের বাসায় যাওয়ার কথা ছিল। উনারা গতাকাল যেতে পারেন বিধায় আজকের এই আয়োজন।

No comments:

Post a Comment