Thursday, July 28, 2016

প্রিয় শহর চট্টগ্রাম ছেড়ে এসেছি ১৯৯৮ সালে


প্রিয় শহর চট্টগ্রাম ছেড়ে এসেছি ১৯৯৮ সালে। চট্টগ্রামের অনেক কিছুই মিস করি প্রতিনিয়ত। মিস করা অনেক কিছুর মধ্যে সবচেয়ে বেশী মিস করি ছোট বেলার বন্ধুদের। আর খাবারের কথা বলতে গেলে লইট্টা মাছ। 

চট্টগ্রাম ছেড়ে চলে আসার পর অনেক বার গিয়েছি চট্টগ্রামে অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে অনেকের সাথে হয়নি। আর লইট্টা মাছ টা ৯৮ সালের পরে আর কখনো খাওয়া হয়নি।

আজ ঢাকা মেডিকেলে আমাকে দেখতে এসেছিলো ছোট বেলার বান্ধবী হিরা। ওর সাথে দেখা দীর্ঘ বাইশ বছর পর। সাথে নিয়ে এসেছিলো রান্না করা লইট্টা মাছ। লইট্টা মাছের সাথে দেখা আঠারো বছর পর। 

অনেক ঝামেলা করে আমার জন্য চট্টগ্রাম থেকে লইট্টা মাছ নিয়ে এসেছে হীরা। 

বাইশ বছর পর ছোট বেলার বান্ধবীর সাথে দেখা হওয়া আর আঠারো বছর পর প্রিয় মাছ লইট্টা খাওয়া দুইটাই ছিলো ভীষন আনন্দের। :D :D :D

No comments:

Post a Comment