Thursday, July 28, 2016

" হলুদ রং "


আজ আপনাদের সামনে হাজির হয়েছি হলুদ রং নিয়ে। কেউ হুমায়ুন আহমেদ গল্পের হিমু, কেউ বা হলদে পাখি, আবার কেউবা হলুদ পরী। যে যাই হোক না কেন সবাইকে হলুদ রং এ কিন্তু দারুন মানিয়েছে। যাদের ছবি পেয়েছি তাদের গুলোই দিলাম। সবার ছবি সংগ্রহ করতে পারিনি কারন এই রং এর জামা আমাদের স্টীলার ভাই বোনরা খুব কম পড়ে মনে হলো। সবার সুস্বাস্থ্য কামনা করছি।


No comments:

Post a Comment