Thursday, July 28, 2016

আমাদের ব্যাচ (২০০০) সাল


আমাদের ব্যাচ (২০০০) সাল। সকুলে ভবনের সামনে মাগরিবের নামাজের পর তোলা ছবিটা।তখন সবাই অনেক ক্লান্ত ছিলাম।সেইবার এনোয়েল ফ্যানশনে আমরা ভলেনটিয়ার ছিলাম।অনেক কাজ করাইচে পিটি স্যার আমাদের কে দিয়ে।আমরাও অনেক মজা করে নিজেদের দায়িত্ব পালন করেছি।অনেক মজা অনেক আনন্দ কত সৃতি যে লুকিয়ে আছে ওই কলোনিতে আমার প্রিয় স্কুলটাতে।মনে পড়লে খুব খারাপ লাগে।নাজিম উদদিন স্যার খুব আদর করতেন।আর এখানে আমার সব বানধবিদের খুব মিস করি।যে যেখানে থাকিস ভাল থাকিস।।।

No comments:

Post a Comment