Thursday, July 28, 2016

আমাদের গল্প


ঝুমুর আপা একবার মজা করে বলেছিলেন কলোনি তে থাকতে উনি যদি একটা প্রেম করতেন, তাহলে লিখার মত অনেক কিছু পেতেন। হয়ত উনার কথা অনেক টাই সত্য। আমি নিজেও ত বন্ধুত্ব, হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার থেকে অনেক দূরে ছিলাম।কিন্তু তারপরেও মনে করি,এত বড় একটা কলোনি, এত এত মানুষ, এত বছরের দিনলিপি। অনেক গল্প ত হবার কথা। প্রতিটা বিল্ডিং এর প্রতিটা মানুষ আর এক একটা দিন,প্রতিটা মানুষের হাসি আনন্দ, কান্নার গল্প হিসাব করলে ত আমাদের অনেক গল্প।আর প্রতিটা দিন ত সাধারন রুটিনের না।বিশেষ দিনের গল্প গুলো ত আলাদা। এই পেজে তাই সেইসব দিনের গল্প শুনতেই ভাল লাগে যা শুধু কলোনি র মানুষ গুলো র ভালবাসা আর মায়া মমতার কারনে অসাধারণ হয়ে উঠেছিল, যা এত অল্পতেই ফুরাবার নয়

No comments:

Post a Comment