Thursday, July 28, 2016

ডি টাইপের এই রাস্তা দিয়ে প্রতিদিন বিকালে আমরা আটজন


ডি টাইপের এই রাস্তা দিয়ে প্রতিদিন বিকালে আমরা আটজন (আমি, মনু, লিটন, শাহেদ, মানিক,সুমন শাহিন,বাবু) কত হেঁটেছি। এই রাস্তাটি আমাদের পছন্দের রাস্তা ছিল। কারন কলনির সব রাস্তায় লোকসমাগম প্রচুর ছিল। তুলনামুলক এই রাস্তায় লোক সমাগম কম ছিল। তাই এই রাস্তাতে আমরা একটু বেশি হাঁটতাম। তবে মাঝেমধ্যে (সব দিন নয়) অফিসার ক্লাবের সামনের রাস্তা দিয়ে সি-১ এর পাশে রাস্তা হয়ে সি-২ এর সামনে দিয়ে আবার এই রাস্তায় হাঁটতাম। দুই/তিন রাউন্ড দেওয়ার পর সেই ঐতিহাসিক ড্রেনের পাড়ে বসতাম। কিছুক্ষণ বসার পর আবার হাঁটাহাঁটি।
আমাদের হাঁটার ছবিতে ইমুকে ও সুলতান কে দেখা যাচ্ছে। Muhammad Moinul Huda, Shahabuddin Liton, Shahed Hussein, Taj Suman, Saiful Manik,

No comments:

Post a Comment