Thursday, July 28, 2016

কলোনীতে থাকার সময় ২১শে ফেব্রুয়ারিতে খুব ভোরে ঘুম থেকে উঠে প্রভাত ফেরিতে অংশ নিয়ে


কলোনীতে থাকার সময় ২১শে ফেব্রুয়ারিতে খুব ভোরে ঘুম থেকে উঠে প্রভাত ফেরিতে অংশ নিয়ে,শেষে শহিদ মিনারে অব্স্থান করতাম।ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে,জিলাপি খেয়ে বাসায় ফিরতাম।আজ সেই জায়গায়তে হাজারো শ্রমিকের পদধ্বনিতে মুখরিত হয় প্রভাত বেলা।শুধু অতীত হয়ে গেল আমাদের সোনালি দিন গুলো।কিছু স্বার্থনিশী মানুষের অবহেলায় ধ্বংস হয়ে গেল CSM পরিরাব।আমি আজও দেখি CSM এর লোহা পুড়ানোর কালো ও সাদা সেই ধোঁয়া।

No comments:

Post a Comment