Thursday, July 14, 2016

নিয়াজ মোরশেদের হুজুর আর মক্তবের উপর লেখা পড়ে একটি ঘটনা মনে পড়লো


নিয়াজ মোরশেদের হুজুর আর মক্তবের উপর লেখা পড়ে একটি ঘটনা মনে পড়লো। ক্লাস ফাইভে থাকতে আমরা তখন জরুরী আবাসিক কলোনীতে এসেছি,ডি-টাইপে।পাশে ই-টাইপের সামনে ছিল 'মক্তব'। সেখানে ভর্তি হলাম।দুইজন হুজুর ছিলেন।একজন বয়স্ক,অন্যজন কম বয়সী।প্রথমে দুইজনই একসাথে আমাদের পড়াতেন। কিছুদিন পর উনারা ছাত্রছাত্রী আলাদা করে দুই রুমে আলাদাভাবে পড়াতেন।আমি পড়তাম কম বয়সী হুজুরের রুমে।তবে আমি একটু বিরক্ত ছিলাম হুজুরের উপর,আমার পড়ার প্রতি একটু বেশি খেয়াল করতেন বলে। কয়েকদিন যাওয়ার পর বাসায় বেল বাজল। আব্বা দরজা খুললেন।পিছন থেকে দেখলাম ছোট্ট মেয়ে দুইজন একটি 'চিরকুট' নিয়ে এসেছে।দিলেন আব্বার হাতে।চিরকুটটি পড়ে আব্বা বললেন,'আরবী পড়তে যাওয়ার দরকার নেই।' এরপর থেকে মক্তবে যাওয়া বন্ধ হয়ে গেল।এখন কারো মেয়েকে আরবী পড়াতে চাইলে মেয়ে হুজুরের কাছে পড়াতে বলি।

No comments:

Post a Comment