Thursday, July 14, 2016

আজ আমার খুব খুব মন খারাপ হয়ে গেল


আমার ঢাকা যাওয়ার কথা ছিল বুধবার এর আগেই আমাকে আমার বন্ধু "রে" বলল আমি আসছি খুব তাড়াতাড়ি এবং বলল বৃহস্পতি বার "রে" ও "রি" দুজনই আসবে, কিন্তু এই শা---------লারা এখনো আসেনি, মনে হয় আর আসবে না,এইবার পাই তোদের তাপর বুজাবো,আমি আর তোদের কথা বিশ্বাস করবো না মনে রাখিস ,আমি তোদের অপেখায় ছিলাম।আমার সাতে এই কাজ না, যেমনঃ বলা হয় আপনি ৩০ মিনিট অপেক্ষা করেন আমি ১ ঘন্টা পর আসবো।আচ্ছা ভাল তো ভাল না, নাজমুল মনে রাখিস কথাটা।

No comments:

Post a Comment