Thursday, July 14, 2016

দুপুর দুইটায় সিটি গেইট থেকে রওনা দিলাম


দুপুর দুইটায় সিটি গেইট থেকে রওনা দিলাম। ঠিক চারটায় চৌদ্দগ্রাম হাইওয়ে হোটলে পৌঁছলাম। সেখানে লাঞ্চ করে আবার পৌনে পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম সোয়া ছয়টায় কাঁচপুর ব্রীজে আসলাম। কাঁচপুর ব্রীজ থেকে ঢাকার উত্তরায় আসতেই প্রায় আড়াই ঘন্টা লেগে গেলো তাও আবার রুপগঞ্জ দিয়া। এত জ্যাম ঢাকা শহরে? গাড়ি চলতেই চায় না। মাঝে মাঝে ট্রাফিকরাও ভুলে যায়, অন্যদিকে যে গাড়ি আছে। একপাশে ক্লিয়ার দিয়ে দিব্যি দুজন মিলে গল্প করছে। Shahabuddin Liton

No comments:

Post a Comment