Thursday, July 14, 2016

অভিনয়ের চরিত্রের সাথে মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে


অভিনয়ের চরিত্রের সাথে মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে। সংলাপ ছাড়াই ভংংগীমা দিয়ে ভাব ফুটিয়ে তোলার রয়েছে বিশেষ গুন। আছে হৃদয় কেড়ে নেওয়ার মত সুরেলা কণ্ঠস্বর। একজন বহুমুখী প্রতিভার অধিকারী বলা যায়। ফরিদপুরে জন্ম নেওয়া এই প্রতিভা মঞ্চ নাটক জগতে আসেন ১৯৭৮ সালে। কিন্তু টিভি নাটকে আসেন অনেক পরে ১৯৯১ সালে কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক মৃত্যুক্ষুধা নাটকে অভিনয়ের মাধ্যমে। এরপর জয়জয়ন্তী নাটকে পরান মাঝি চরিত্রে অভিনয় করে বাজিমাত করে দেন, এরপরে একে একে বিভিন্ন নাটকে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে উঠে আসেন পেশাগত জীবনে ছিলেন একজন ব্যাংকার কিন্তু অভিনয় নেশায় ব্যাংকের চাকরী ছেড়ে দিয়ে এখন পুরোদস্তর অভিনয় শিল্পী। চলনে বলনে যিনি খুবই সাধারণ ও ক্যাজুয়াল।

হুম! বলছিলাম সবার প্রিয় অভিনয় শিল্পী ফজলুর রহমান বাবুর কথা। আজ তাঁর ৫৬ তম শুভ জন্মদিন। ১৯৬০ সালের এই দিনে তিনি ফরিদপুরে জন্ম গ্রহন করেন। আজকের এই দিনে উনাকে এই পেজের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।


No comments:

Post a Comment