Thursday, July 14, 2016

আমরা যেখানে থাকি


আমরা যেখানে থাকি,এখানে একটি ছোট মহিলা মাদ্রাসা আছে। দুই তিন মাস আগে এখানের এক হুজুর ছেলেদের স্কুলের পাশ দিয়ে রিক্সা করে আসছিল।বড় ছেলেকে দেখে বলল,আস আমি ঐদিকেই যাচ্ছি।ছেলেও কথামত রিক্সায় উঠলো।বাসায় এসে বলে 'রিক্সা ভাড়া বেঁচে গেছে'।শুনে বললাম, আর কখনো উঠবে না।দরকার হলে কিছু বেশি টাকা নিবে।আরেকদিন বিকেলবেলা অন্য ছেলেসহ ওকে ডেকে সিঙ্গারা খাওয়ালো এই হুজুর।আমাদের বাসার কাছে বাজারের নাম 'ফইল্লাতলি'।একদিন এই হুজুরই ছেলেকে বলে, 'চল ফইল্লাতলি বাজারে যাই'।আবার মাঝে মাঝে মাদ্রাসার ভিতরে যেতে বলতো।ছেলে যেত না।একদিন স্কুল থেকে এসেছে,বৃষ্টি হচ্ছে,গেটে তালা,ছেলেটা বাহিরে দাঁড়িয়ে।এরমধ্যে হুজুর ডাকছে তাদের মাদ্রাসায় যেতে অথচ আমাদের বাহিরের গেটের ভিতর ঢুকলে গায়ে তেমন বৃষ্টি পড়ে না।ছেলের বাবাকে বললাম হুজুরের আচরন ভাল লাগছে না,তুমি চাচাকে (মাদ্রাসার মালিক) ঘটনাগুলি বলে রাখ।কিন্তু ছেলে ভয় পাচ্ছিল,'বলার পর হুজুরটা যদি ক্ষেপে যায়'!বললাম, দেখা যাক,ভয়ের কিছু নাই।চাচাকে বলার পর এখন ঐ হুজুরকে আর দেখা যায় না।সম্ভবত বিদায় হয়েছে।আপাতত দুশ্চিন্তা একটা গেছে।

No comments:

Post a Comment