Thursday, July 14, 2016

Reajul Islam Shahin ভাইয়ের চশমাটা ইউনুসের দোকানে বন্ধক


Reajul Islam Shahin ভাইয়ের চশমাটা ইউনুসের দোকানে বন্ধক তাই উনি অরিজিনাল চশমা ছাড়া চোখে ভাল করে দেখে না। মাত্র চারদিন আগে উনি ঢাকায় আসলো, আমরা আসলাম চারদিন পরে। ঢাকা শহরে এত জ্যাম উনার চোখে পরে নাই। তাই প্রস্তাব করছি ইউনুসের কাছ থেকে চশমাটা ছাড়ানোর ব্যবস্থা করা হউক। অন্যথায় সিএসএম এর পক্ষ থেকে পাওয়ার ফুল চশমা দেওয়া হোক।

No comments:

Post a Comment