সবাইকে গ্রান্ড আড্ডা নিয়ে লিখতে বলছে আসলাম।
আমি আসলামকে নিয়েই একটু লিখছি।
আমাদের প্রোগ্রামের ২ দিন আগে আসলামের এক কান্ড দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আসলাম আমাকে ফোনে জানালো মা'কে (আসলামের মা) ঢাকায় ভর্তি করিয়েছে। অপারেশন করতে হতে পারে, খুব্বি খারাপ অবস্থা। আমি আসলাম আর মিতু ভাইকে রিমুর নম্বর দিলাম যদি কোনভাবে হেল্প করতে পারে!!.
আমি, আমার ছোট ভাই, শায়লার স্বপরিবার, রাজিব আর মোটা বাবু ভাই ২৭ তারিখ রাতে আতিক ভাই এর ব্যবস্থাপনায় চিটাগাং যাব বলে প্রস্তুতি নিলাম। মা কেমন আছে জানার জন্য দুপুরে আসলামকে কল করলাম। হালার কথা হুইনা আমিতো চাঙ্গে উইঠা গেলাম। আমারে কইলো কি, "দোস্ত আমি আজই চিটাগাং যাইতাছি গ্রান্ড আড্ডার অনেক কাজ রইয়া গেছে।" মার কি করলি? আমাকে বললো মিতু ভাইয়ের দায়িত্বে রাইখাইছি। দেখি কি করা যায়।
আসলেই অবাক হয়েছিলাম ওর কথা শুনে। মা অসুস্থ আর শালা যাচ্ছে গ্রান্ড আড্ডায় বিটলামী করতে। মা'ও নাকি প্রোগ্রামে এটেন্ড করার জন্য ভীষন ইচ্ছুক ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যদিও থাকতেই পারলেন না।
এবার আসি আমার কথায়। গ্রান্ড আড্ডা নিয়ে লিখার কোন কিছুই পাচ্ছি না। কারন ২৭ তারিখ রাতে রওয়ানা দিয়ে ২৮ তারিখ ভোরে যখন চিটাগাং স্টেশনে পৌছলাম তখন থেকেই মন আকুলি বিকুলি করতে থাকলো কখন সেই পরিচিত মানুষগুলোকে দেখবো, কখন কলোনীতে যাব। তখন থেকেই আমার মন খুশীতে তা থা থৈ থৈ করে নাচছে। ২৭ তারিখ যাত্রা শুরু থেকে ৩০ তারিখ ঢাকা ফেরা পর্যন্ত খুশীতে মনের আনাচে কানাচে ভরপুর ছিল। এতটুকু ভাটা পরেনি মনের খুশীটাতে।
এখন প্রব্লেমটা হচ্ছে কি, সবার স্মৃতিচারন দেখে আমি যখনি লিখতে শুরু করি প্রত্যেকটা লাইন ঘুরেফিরে একই রকম হয়ে যায়। এক লাইন থেকে আরেক লাইনের কোন পার্থক্য করতে পারিনা। ঘুরে ফিরে আনন্দ মজার সময়গুলো, অমুকের সাথে দেখা তমুকের সাথে দেখা সব গুব্লেট হয়ে যায়।তাই আর লিখতেই মন চাইছে না।
তবে আমরা যারাই এর সাথে জড়িত ছিলাম এবং যাদের অনেক পরিশ্রমের বিনিময়ে এতো সুন্দর একটা গ্রান্ড আড্ডা করতে পেরেছি তাদেরসহ আয়োজক এবং এর সাথে যুক্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই কারনে যে যারা ভেবেছে আমরা কি পারবো এতো বড় একটা প্রোগ্রাম করতে, কিংবা আমরা কি পারবো সবাইকে (গার্ডিয়ান, স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ, পরিবারের ছোট বড়) একসাথে একটা প্লাটফর্মে আনতে, আমরা তাদেরকে দেখিয়ে দিতে পেড়েছি। হুম আমরাই পেরেছিলাম, আমরাই পারি, ইনশা আল্লাহ আমরাই পারবো।।।
এখন দিন গুনছি আরেকটা আড্ডার সেই কাঙখিত সময়ের জন্য।।।।
No comments:
Post a Comment