Sunday, February 28, 2016

গেল মাসের এই সময়ে আমরা ছিলাম grand আড্ডার ভেনুতে


গেল মাসের এই সময়ে আমরা ছিলাম grand আড্ডার ভেনুতে। কিভাবে মাস পুরা হয়ে গেল। আমরা হয়ত এই সময় চা খেতে গিয়েছিলাম পাশের চায়ের দোকানে। ড্রাই কেক চায়ে ডুবিয়ে, জিবনেও খাইনি,সেদিন খেলাম।আরো কত ছোট খাটো বিষয় আছে সেগুলোকে একসাথে করে লিখতে পারলে ভাল হত।

সবাই যেভাবে লিখছে তাতে পেইজটা বেশ জমেছে। আগে তীর্থেরকাকের মত অপেক্ষা করতাম কখন আতিক,জাভেদ বা রেজাভাইয়ের একটা লেখা আসবে,পড়বো। এখন বেশ উৎসব উৎসব ভাব এসেছে। কিছুক্ষন না ঢুকলে পরে এসে দেখি বেশ লেখা জমেছে। জাভেদ বদ আবার এমন একটা লেখা দিসে যাতে আমি কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবোনা।স্টিল মিলের ম্যাপ। আমার দৌড় ছিল মাসুক ভাইদের বাসা অব্দি,তাও রাস্তাটা মনে নেই কোন দিক দিয়ে যেতাম।তাম্বুরার এই লেখার মাঝে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। 

আতিক আবার আতিক্কা ছড়া শুরু করেছে,জানিনা সে আতিক্কা কি লিখে বসবে। পীর সাহেব ছুটিতে আছেন।লেখেন না।অপু নাকি সময় পায়না,আজ সেও তিনটা লেখা দিয়েছে। জনিও বেশ রেগুলার হয়েছে। মুনতাহার চলা বেশ দ্রুত হয়েছে। ভালই,গুড়াগুলা শুদ্ধা উঠে পড়ে লেগেছে। আমাদের অবসরে যাবার সময় হল বোধ হয়। সবাই লিখবে আর আমি খালি আরাম করে পান চিবাতে চিবাতে পড়বো।

No comments:

Post a Comment