পরিসংখ্যানবিদ সুজনের হিসাব অনুযায়ী ২০ শে আগষ্ট ২০১৫ থেকে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত আমার নাকি পোষ্ট ছিলো চারটা। যদিও আমার সাথে কিঞ্চিৎ পার্থক্য আছে। আর যেহেতু পরিসংখ্যান আড্ডার পরে প্রকাশ হয়েছে। তাই আমিও লেখার একটা বিষয় পেয়ে গেলাম। তাই আড্ডা নিয়ে না আমাকে যে দ্বায়িত্ব দেওয়া হয়েছিল সে বিষয় নিয়ে কয়েকটি পোষ্ট দিলাম। কে পড়লো কি পড়লো না সেই চিন্তা না করেই পোষ্টগুলো দিলাম। অনেকে ভাবতে লাগলো আমার লেখায় কোন কোয়ালিটি নাই। আমি নাকি কোয়ানটিটি বাড়ানোর জন্য লিখছি।
আমিও স্বীকার করি আমার লেখার মধ্যে কোন কোয়ালিটি নাই। কলনিতে বলার মতো কোন কাহিনি ছিলো না। কথা গুছিয়ে বলতে পারি না। মাথায় ও কিছু নাই যে গুছিয়ে লেখবো। সব এলোমেলো লেখা। মন চাইছে তাই লিখছি এই টাইপের। তবে মাথায় যদি কিছু না থাকে তাহলে এলোমেলো ভাবে বেশিদুর যাওয়া যায় না। আমিও বেশিদুর যেতে পারবো না। আর না গেলে মন্দ হবে না কারন প্রতিদিন এতো বেশি পোষ্ট সবাই সবগুলো ভাল করে পড়া হয় না। অন্তত একটা পোষ্ট হলেও কমবে। আমি সুন্দর কমেন্টস ও করতে পারি না। আমি কোন কমেন্টস করলাম হয়তো আমার কাছে মনে হয়েছে কমেন্টসটি ফান কিন্তু আরেকজনের কাছে ফান নাও হতে পারে। কোন না কোন কমেন্টসে কেউ কেউ বিরাগভাজন হয়। আমার লেখায় ও কমেন্টসে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত।
No comments:
Post a Comment