Sunday, February 28, 2016

কলোনি র কাল্পনিক চিত্র ২


একটা L সাইজের বিল্ডিং। এটা হল স্কুল।স্কুলের সামনে বিরাট মাঠ।এক পাশে দাড়িয়ে আছে মঞ্চ।স্কুল এর চারদিকে টিনের ঘেরা দেয়া।পেছনে কবর স্থান।তার পেছনে খাল পাড়।পাশে মসজিদ। মসজিদের সামনে BH 1 নামে একটা L সাইজের বিল্ডিং। স্কুলের গেইট পেরোলেই ছাত্তার স্টোর নামে একটি দোকান।তার পাশে পানি সাপ্লাই এর অফিস।সেখানে বসে ইউনুস ভাই নামে এক শ্যামলা ছেলে দোকানদারি করেন।

স্কুল ছুটি হলে মেয়েরা বের হয় দুপুর ১ টার দিকে।এসময় কিছু কলেজ এবং ভার্সিটি পড়ুয়া ছেলে ইউনুস ভাইয়ের দোকানের সামনে দাড়িয়ে থাকে।কিছু কিছু মেয়ে চোরা চোখে তাকায় ছেলেগুলোর দিকে,কেউবা নিজের সৌন্দর্য জাহির করার চেষ্টায়য় থাকে,কেউবা মাটির দিকে তাকিয়ে বাসায় চলে যায়।তবে কিছু অভিভাবক দের ধারনা ভাল ছেলেরা এ জায়গাটা তে দাড়ায় না। কিন্তু সব ছেলেকে ত একই দোষে দোষী করা যায় না।এমনো ত হতে পারে স্কুলের দিকে তাকালে কিছু ছেলের তাদের স্কুল জীবনের কথা মনে করে বুকের ভেতর থেকে কিছু ছোট বড় দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে কিংবা এক ধরনের কষ্ট কষ্ট সুখ পায় তারা

No comments:

Post a Comment