Sunday, February 28, 2016

ব্যাক্তি আর পেজ দুটো আলাদা আলাদা সেটা অনেক সময় ভুলে যাই


এ পেজ টার সাথে ওতপ্রোত ভাবে এমন জড়িয়ে গিয়েছি যে, ব্যাক্তি আর পেজ দুটো আলাদা আলাদা সেটা অনেক সময় ভুলে যাই।অর্থাৎ পেজের একেকজন সদস্য যে আলাদা ব্যাক্তি সত্তার অধিকারী এটা খেয়াল থাকেনা আমার। যেমন ধরি নাজমুল ভাই, উনি একজন ব্যাক্তি উনার আলাদা ব্যাক্তি সত্তা আছে, পরিবার আছে বা এই পেজের বাইরেও যে উনার আলাদা জগৎ আছে এটা মনে রাখতে পারতাম না। আমার মাথায় ঢুকে গিয়েছিল নাজমুল ভাই এর আলাদা আবার কিসের জগত, নাজমুল ভাই মানেই সিএসএম। এখানে নাজমুল ভাইকে আমি উদাহরণ হিসেবে জাস্ট দেখালাম ( উনাকে উদাহরণ হিসেবে দেখানোই টা আমার জন্য নিরাপদ), পেজের বাকী সক্রিয় মেম্বারদের ব্যাপারেও আমার একই কনসেপ্ট কাজ করে। কিন্তু এটা যে কত বড় ভুল আইডিয়া আমার, তা হাড়ে হাড়ে বুঝি।


গ্রান্ড আড্ডার দিনে আমি পেজের সক্রিয় মেম্বার দের সাথেই বেশিক্ষন ছিলাম, আমার যারা ছোট বেলার বন্ধু এসেছিল সেদিন তাদেরও সময় দেইনি আমি, অথচ এদের মধ্যে অনেকের সাথে ২০/২২ বছর পর দেখা। এমনকি যে রাশেদ কে নিয়ে পেজে এতো লিখেছি তার সংগেও দেখা হয়েছে কয়েক মিনিটের জন্য, যেটা নিয়ে রাশেদ আজো আমার উপর অভিমান করে আছে। আমার মাথায় কাজ করছিলো যে যারা সক্রিয় মেম্বার তাদের সাথে থাকাটাই আসল আড্ডা। ব্যক্তি রাশেদ দুলি রানা আমার কাছে মূখ্য নয়।
তবে আমার এখন বুঝা উচিৎ পেজ আর ব্যক্তি এক জিনিস নয়।
দুটো কে একসাথে করে দেখতে গেলেই সমস্যার সৃষ্টি হয়।

No comments:

Post a Comment