Sunday, February 28, 2016

যারা কলোনীতে ২০০০ এর পরের সাল গুলোতে ছিলেন না তারা অনেকেই হয়তো জানেন না আস্তে আস্তে আমাদের পুরো কলোনীই জঙ্গলে পরিনত হয়েছিল


যারা কলোনীতে ২০০০ এর পরের সাল গুলোতে ছিলেন না তারা অনেকেই হয়তো জানেন না আস্তে আস্তে আমাদের পুরো কলোনীই জঙ্গলে পরিনত হয়েছিল । বেশির ভাগ বিল্ডিং এরই নীচতলাগুলো খালি পড়ে থাকতো । ই টাইপ,এফ টাইপ আর সি টাইপের অনেক বিল্ডিং পরিত্যাক্ত হয়ে গিয়েছিল । এসময় কলোনীতে সাপ আর ইঁদুরের উৎপাত ছিল বেশি । আমরা থাকতাম D-4-F এ । ৩তলার উপর ও বিশাল সাইজের ইঁদুর থাকতো আর এগুলোকে মারতে আব্বু আম্মু আর ভাইয়া বেশ পরিশ্রম করতো ।

যাই হোক,আমি তখন কোন ক্লাশে পড়ি মনে নাই । শুক্রবার,আমি ভাইয়া আর আম্মু বসে বসে আলিফ লায়লা দেখছিলাম । আম্মু উঠে ওয়াশরুমে গেল । হঠাৎ ভাইয়াকে ডাক দিলো ওয়াশরুমের দরজার ওপাশ থেকে, বললো ভাইয়ার ক্রিকেট খেলার স্ট্যাম্প গুলো থেকে একটা দিতে । ভাইয়া বুঝতে পারলো, পরে আম্মু বের হলো আর ভাইয়া ওর জীবনে প্রথমবার একটা সাপ মারলো স্ট্যাম্প দিয়ে colonthree emoticon


এর অনেকদিন পরের কথা । আম্মু বারান্দায় গাছে পানি দিচ্ছিলো আর বাসার ভেতরে কিছু একটা করছিলাম । হঠাত আম্মু তরু তরু বললে চিল্লানো শুরু করলো । দৌঁড়ে বারান্দায় গিয়ে দেখি একটা দুইহাত সমান লম্বা সাপ । 

কি করবো বুঝতে পারছিলাম না,আব্বু আর ভাইয়া কেউই বাসায় নাই । পাশেই দেখি ভাইয়ার সেই স্ট্যাম্প গুলো । একটা স্ট্যাম্প নিয়ে সাপটার গায়ে এলোপাথাড়ি মারা শুরু করলাম । মাথাটা পুরা থেঁতলে গেলেও লেজে প্রান থেকে গেল,দৃশ্যটা অনেক জঘন্য ছিল!! সাপটাকে ওই অবস্থাতে রেখেই আমি গেলাম দুই তলায় ছফা স্যারের ওয়াইফকে ডাকতে । আন্টি আসলো,সাপটা দেখলো,আম্মু আন্টিকে বর্ননা করলো আমার সাহসিকতা tongue emoticon এরপর বাসায় ঢুকলাম আমরা । এর ৫মিনিট পর বারান্দায় এসে দেখি সাপটা আর নাই । আমিও অবাক,আম্মুও অবাক । আব্বু আসার পর আব্বুকে বললাম কাহিনী । আব্বু বললো মনে হয় কাক নিয়ে গেছে মুখে করে সাপটাকে । এরপর বাসার চারদিকে কার্বলিক এসিড ছিটালো আব্বু । এরপরে আর কখনো তেমন সমস্যা হয়নি সাপের । তবে প্রায়ই সবাই কলোনীতে সাপটাপ দেখতো । একদিন কিছু মেয়ে অঞ্জুদির বাসায় পড়তে আসার সময় দেখে রাস্তায় একটা বিশাল সাপ রাস্তা পার হচ্ছে colonthree emoticon
.
.
.
এই ছিল আমার সাপ মারার গল্প। এরপর একবার চিড়িয়াখানায় আর আরেকবার গ্রামের রাস্তায় ছাড়া আর কখনোই সাপ দেখা হয়নি । কলোনীতে থাকার সুবাধে বিভিন্ন সাপ,বিশাল সাইজের ইঁদুর,বেজি, অনেক সুন্দর কিছু প্যাঁচা,বিভিন্ন পাখি,শিয়াল,গয়াল-সবই দেখার সৌভাগ্য হয়েছে । এখন আমার কাজিনদেরকে দেখলে আফসোস লাগে এই ছেলে মেয়েগুলার শৈশব কৈশর কাটে বইয়ে মুখ গুজে আর নাহয় টিভি দেখে । প্রকৃতি,প্রানীর সাথে এদের দেখা হয়না । আর আমরা বেড়ে উঠেছিলাম প্রকৃতির মাঝে

No comments:

Post a Comment