Thursday, July 21, 2016

কিছু স্মৃতি


ছোট বেলায় আমার বেশির ভাগ সময় কাটতো জাফর ভাইদের বাসায়।ওনাদের একমাত্র বোন মুন্নী আপার সাথে।সারাক্ষন আমি ওনার সাথেই থাকতাম।ঈদের সময়ও ওনার সাথেই বেড়াতে যেতাম।জাফরভাই, সফি আলম ভাই,খালাম্মা, কাকা সবাই খুব আদর করতো।এমনকি ওনাদের বাড়ি থেকে যত মেহমান আসতো সবাই আমাকে চিনত। খুব মিস করি সেসব দিনগুলো।

No comments:

Post a Comment