Thursday, July 21, 2016

মরহুম শ্রদ্ধেয় মালেক স্যারের কোন ক্লাস করার সৌভাগ্য আমার হয়নি


মরহুম শ্রদ্ধেয় মালেক স্যারের কোন ক্লাস করার সৌভাগ্য আমার হয়নি। তার আগেই স্যার প্রয়াত হন।তবে ছোটবেলায় এই ক্লাস রুমে আমাদের ক্লাস থ্রি র ক্লাস হত। বন্যা পরবর্তী কালীন সময়।সুজন,খোকন, আফরোজ ক্লাসে অনুপস্থিত। ওদের মুসলমানি হয়ছিল।ওদের অনুপস্থিতি তে আমি ছেলেদের ক্যাপ্টেন। প্রতিদিন বিজ্ঞান ক্লাস নিতেন মাকসুদা আপা।উনার কথামত বেত আনতে পাশের ক্লাসে যেতে হত,সেখানে মালেক স্যার ক্লাস সিক্সের ক্লাস নিতেন।আমি গিয়ে সালাম দিয়ে বলতাম,
স্যার, মাকসুদা আপা বেত টা দিতে বলছেন,
স্যার বলতেন, কেন?
আমি বলতাম, লাগবে উনার,
স্যার বলতেন, কেন লাগবে?
আমি বলতাম, স্যার,দেরি হলে আপা বকা দিবেন।
এটা শুনে স্যার হেসে বেত টা দিয়ে দিতেন। স্যারের এই মজা করাটা আমিও উপভোগ করতাম। স্যার কোন দিন আমার ক্লাসে পরীক্ষার নিরীক্ষক হিসেবে আসেন নি।কিন্তু বড় যারা উনার ক্লাস পেয়েছেন,তাদের মুখে শুনেছি, স্যার খুব ভাল মানুষ ছিলেন। আমি হয়ত সেই ভাগ্য থেকে বঞ্চিত হয়েছি।আল্লাহ যেন স্যার কে জান্নাতে শান্তিতে রাখেন।photo- Mahabub Rashel vai

No comments:

Post a Comment