Thursday, July 21, 2016

সানজিদা আহমেদ সুইটি


সানজিদা আহমেদ সুইটি। Jashim Uddin ভাইয়ের বড় মেয়ে। শুধু জসিম ভাইয়ের না আমাদের পরিবারের বড় মেয়ে। ওর ডাকনাম অনেক গুলি। আমরা ডাকি সুইটি, কলেজে ডাকে রিশা, জসিম ভাই ডাকে বুড়ি আর ওর মা ডাকে মনি। ওর জন্মের আগে আব্বা ওর নাম রেখেছিল সুইটি। দেখতে দেখতে আমাদের ছোট্ট সুইটি অনেক বড় হয়ে গেলো। সে এখন আগ্রাবাদ মহিলা কলেজে দ্বাদশ শ্রেনীতে পড়ে। অতিরিক্ত বা আহামরি কোন চাহিদা নাই যা পায় বা দেয় তাতেই ও সন্তুষ্ট। পড়ালেখায় ভাল, শান্ত ও চাপা স্বভাবের মেয়ে। সুইটির জন্য সবাই ওর দোয়া করবেন। Tafsi Fariha, Ahmed Nazim, Towsif Noor Kabbo.

No comments:

Post a Comment