Thursday, July 21, 2016

সকলেই যেন চিরসবুজ


সকলেই যেন চিরসবুজ। রং বলে কথা নয় মনের দিক থেকেও সকলে যেন চিরসবুজ। পেইজে সবসময় গোলাপি আর আকাশী রংয়ের কাপড়ের কথা শুনে আসছি কিন্তু এইযে দেখছি ভিন্ন সকল স্টীলারের গায়ে গাড় সবুজ বা হালকা সবুজের সমাহার। সবুজের মাঝে সবাইকে দারুণ লাগছে তাইনা? আপনাদের মতামত কি?

No comments:

Post a Comment