Thursday, July 21, 2016

একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কলোনি র পুকুর পাড় টা আমার কাছে রহস্য জনক জায়গা মনে হত


একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কলোনি র পুকুর পাড় টা আমার কাছে রহস্য জনক জায়গা মনে হত। চারদিকে বেড়া দেয়া। সেই বেড়া বেয়ে উঠেছে কিছু লতানো গাছ। পুকুর টা নাকি কারা ইজারা নিয়েছিল। তাই সবাই ঢুকতে পারেনা।একটা লুংগি পড়া লোক কে দেখতাম ভেতরে। কখনো কাছে যেতে ইচ্ছা করত না পুকুর টার। সেই লোক গুলো র ইজারার মেয়াদ শেষ হলে পুকুর টা সবার জন্য উন্মুক্ত হয়ে যায়। কেউ কেউ গোসল করত,আবার কাউকে দেখতাম মাছ ধরার জন্য ঘন্টা র পর ঘন্টা বসে আছে।আমি তাদের ধৈর্য দেখে অবাক হতাম কিন্তু আমার পানিভীতি র কারনে পুকুরে যেতাম না।আম্মাও চাইতেন না আমি পুকুরের কাছে যাই। একবার মানিক ভাইয়ের সাথে গিয়েছিলাম। তাছাড়া পুকুরে কেউ নাকি গোসল করতে গেলে তাকে পানি টেনে নেয়।এসব কথা ছোটবেলায় খুব বিশ্বাস করতাম। পরে চলে আসার পর শুনেছি জুনিয়ারা আপার ছোট ছেলে মুরাদ পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি।

photo- Taskin Ashiq

No comments:

Post a Comment