Thursday, July 21, 2016

জন্মদিন - ২০শে আগস্ট


জন্মদিন। ২০শে আগস্ট। এই পেজটির। এক বোতল পাওনা কোক। পানির ট্যাঙ্ক। একদিন একটি জমজমাট আড্ডা।আতিক/পুলক/টিংকু/শাহিন/নাজমুল এবং পরে এদের সাথে আমি আর জসিম। শুরু হলো csm পেজের যাত্রা। আজ এই পেজের মেম্বার সংখ্যা- ৬৯০+। আগামী ২০শে আগস্ট এক বছর পুর্ন হবে।

কেক কেটে উদযাপন করলে কেমন হয়?? গত একটি বছর আমরা এই পেজটিতে প্রচুর সময় দিয়েছি। জিবনে কোনদিন আমরা যারা লেখালিখিতে ছিলাম না, আজ আমরা সেই সকল ভাই/বোন, এই পেজের দয়ায় বিশাল লেখক!!!!!!!। কিছু/কিছু সেবা মুলক কাজও আমরা করেছি। বিশাল একটি আড্ডার পর, ছোট/খাট আড্ডা-তো লেগেই আছে। csm হারানো ভাই/বোনেরা, এই পেজটিতে csm খুজে পেয়েছে। 

হয়ে যাক, জন্মদিন পালনটি। দরজা/জানালা খুলাই আছে। সবার অংশগ্রহনে মুখরিত হয়ে উঠুক, জন্মদিবসটি। একসাথে সবাই বলি, শুভজন্ম দিন- csm colony.

No comments:

Post a Comment