Thursday, July 21, 2016

গতকাল আমাদের csm কয়েকজন ভাই তাদের কচি সবুজ পাতার মত


গতকাল আমাদের csm কয়েকজন ভাই তাদের কচি সবুজ পাতার মত জীবনের সময়টুকুতে বিচরণ করেছিলেন।তাদের মধুময়,বিষাদময়,ছন্দময় জীবনের আংশিক বিনিময় করেছিলেন ছন্দে ছন্দে।তারা আবেগে কিছুক্ষন সময় নিমজ্জিত ছিলেন। জসীম ভাই ছিলেন উপস্হাপক, বিশেষ অথিতি ছিলেন রিপন ভাই,যিনি অনেকের প্রেমপত্র লিখতেন নগদ টাকার বিনিময়ে।আরো কয়েকজন রোমান্টিক কবিও জোগ দিয়েছিলেন।

সমাবেশ ভালই জমে উঠেছিল।আমি সরাসরি পাঠক ছিলাম।অনেকে আড়াল থেকে পড়েছেন আর চেয়ে চেয়ে দেখেছেন।আজও মানিক ভাই csm এর সকাল বেলার আবেগের কথা না বলে পারলেন না। এনাদের বয়স বাড়তেছে না কমতেছে!রনির মনেও ছোঁয়া লেগেছে।সে সবুজের সম্ভার নিয়ে বসেছে আজ।ভাই-বোনেরাও চীরসবুজে মেতে উঠেছে।ভালই লাগছে।সবুজ মনের মত সবুজ রং চোখের জন্য ভাল।সকলে যেন তাই থাকে।

No comments:

Post a Comment