Thursday, July 21, 2016

মামুনের একটি পোষ্ট এর মাধ্যামে জানতে পারলাম সি এস এম পেইজের এক বছর পূর্ণ হল


মামুনের একটি পোষ্ট এর মাধ্যামে জানতে পারলাম সি এস এম পেইজের এক বছর পূর্ণ হল।এক বছরে মধ্যে আমরা ভালো মানের লেখক পেয়েছি।মানবতার সেরা উদারণ হল আমাদের সি এস এম ভাই ও বোনেরা।একজনের বিপদে কিভাবে সহযোগীতা করতে হয় তা সি এস এস বাসীর চেয়ে কেউ বেশি জানে না।তাদের এই সহযোগীয় নেই কোন রাজনৈতিক উদ্যেশ্য।নেই কোন হীনমনতা। সি এস এম বাসী জানে কিভাবে নিজেদের মধ্যে সুখ দুঃখ ভাগ করে নিতে হয়। সি এস এম পেইজে কিছু অগোছালো লেখকও আছে যেমন আমি।আমরা যারা অগোছালো লেখক তারা মূলত সি এস এম বাসীকে আনন্দ দেওয়ার চেষ্টা করি।লজ্জা কিসের আমরা আমরাই তো । যতই দূরে থাকি না কেন মনেে হয় সবাই সিএস এম তে আছি ।কিছু কিছু লেখকের লেখা প্রচন্ড অভিমান থাকে। আসলে পেইজে মান অভিমান না থাকলে পেইজ জমে না। কিছু লেখায় প্রচুর রোমান্টিকের ছোয়া থাকে যেমন রেজা ভাই ও মানিক ভাই।কিছু লেখায় আবেগ ভর্তি থাকে যেমন আমার নিরু মামা। 

No comments:

Post a Comment