Thursday, July 21, 2016

এখন আমি যেখানে চাকরি করছি তা হলো আমাদের csm এর main gate এর opposite side


এখন আমি যেখানে চাকরি করছি তা হলো আমাদের csm এর main gate এর opposite side. মহাজন টাওয়ার ।আমাদের সময় যা ছিল হিন্দু পারা বা নারিকেল তলা নামে পরিচিত ।এখন এখানকার চেহারা একেবারে আলাদা ।আগে বিকেল বেলায় অফিস ছুটির পর csm এর employees রা main gate দিয়ে বের হত। এখন সেটা KEPZ এর gate ।এখন garments ছুটি হয়েছে ।দলে দলে সব garments এর মেয়ে রা বের হচ্ছে ।আমার অফিস মহাজন টাওয়ার এর 3 তলায় ।এখানে থেকে দেখা যায় মাটিতে মিলিয়ে যাওয়া csm এর উপর বড় বড় সব কারখানা কিভাবে বুক চিতিয়ে আছে ।হঠাত্ আজ সেদিকে তাকিয়ে csm এর তিন চুল্লি র কথা মনে পরে গেল ।অনেক দুর থেকে যা দেখা যেত। এখন সবই অতিত।

No comments:

Post a Comment