Saturday, July 23, 2016

আজ Aslamuddin Mamun ভাইয়ের শুভ জন্মদিন


আজ Aslamuddin Mamun ভাইয়ের শুভ জন্মদিন। এই পেজের জন্য নিবেদিত মানুষের তালিকা করতে গেলে উনি অনেকের চেয়ে এগিয়ে থাকবেন।খুবই সহজ সরল। জটিলতার ধারে কাছে নাই। সবাইকে নিয়ে মিলে মিশে থাকতে চান।কাউকেই দুঃখ দিতে চান না। পারেন ও না। সহজ ভাবে দেখেন সবকিছু।আপন করে নিতে পারেন।কলোনি তে উনারা যখন চলে যান আমি ছোট ছিলাম। কিন্তু নিরু ভাইয়েত অফিসে প্রথম দেখা। সেদিন মনে হল অনেক দিনের চেনা। নিজে না বসে আমাকে বসতে বলছিলেন। বিব্রতকর পরিস্থিতি। 

ইদানীং অসুখ ভর করেছে এই ভাল মানুষ টার উপর।আশা করি তিনি এবার নিজের দিকে খেয়াল দিবেন।আর সকলের দোয়ায় রোগ শোক কাটিয়ে উঠবেন যাতে আমরা উনার জন্মদিন আরো ঘটা করে পালন করতে পারি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্চা, মামুন ভাই।ভাল থাকেন,সুস্থ থাকেন

No comments:

Post a Comment