Saturday, July 23, 2016

আমি আর আমার জামাইরা সি-টাইপে নীচ তলায়,দো তলায় ছিলাম


আমি আর আমার জামাইরা সি-টাইপে নীচ তলায়,দো তলায় ছিলাম।তখন আমি তাদের বাসায় গেলেও ২/১ বার গিয়েছি। আর জামাই এর দিকে চোখ তুলে তাকাইও নাই কখনো।তবে আম্মা আর শ্বাশুড়ির মধ্যে ভাল সম্পর্ক ছিল। তাদের মধ্যে অন্তরের টান ছিল বেশি।বাবুল ভাই মারা যাবার পর ওরা হালিশহরে চলে এলো। আমরা ৯১ তে ঢাকায় চলে গেলাম।যাবার আগে তাদের বাসায় এসেছিলাম আম্মাদের সাথে এটুকুই।এরপর অনেকদিন দেখা সাক্ষাত নাই দুই পরিবারের।আমিনুল বিয়ে করার পর বড় ছেলেকে বিয়ে করাতে উনারা ব্যস্ত হয়ে উঠলেন।এদিকে আমার জন্যও বাবা-মা ব্যস্ত।তখন csm এক চাচার মাধ্যমে আমাদের বিয়ে হলো।এখন দুই ছেলে নিয়ে সুখে আছি।

No comments:

Post a Comment