Saturday, July 23, 2016

খেলাধুলায় সি এস এম


কলোনীতে থাকতে ফুটবল/ক্রিকেট খেলতাম বিএইচ১ এর সামনের মাঠেই।পরবর্তিতে ক্রিকেট খেলা চলে আসলো বিএইচ১ এর নিচের করিডোরে সংক্ষিপ্ত আকারে।বল গড়িয়ে করিডোরের বাহিরে গেলে চার রান আর সরাসরি বল বাহিরে গেলে আউট। ওয়ার্কার ক্লাবেও এই ফরম্যাটে ক্রিকেট খেলা হতো।সকাল বেলায় মাঝে মাঝে অফিসার ক্লাবের আহমেদ ভাইকে ম্যানেজ করে ক্লাবের ভিতর টেবিল টেনিস খেলতাম।শীতকালে ব্যাডমিন্টন খেলার জন্য অফিসার ক্লাবের ব্যাডমিন্টন কোর্ট অনেক বছর দখলে রেখেছিলাম।একসময় আসলো বড় ভাইরা এবং চাচারা সহ ভলিবল খেলা শুরু করলো।এই খেলায় খুব মজা পাইছিলাম।খেলতাম তবে পিছন দিকে।।ইচ্ছা হতো সামনের দিকে থেকে চাপ মেরে খেলতে।এক বড় ভাই ছিলো ভিন্ন ভঙ্গীতে সার্ভ করতো(বল শুন্যে দিয়ে দৌড়ে এসে ফ্লিক করা)।বয়ঃসন্ধিকালে হঠাৎ এইসব খেলা বাদ দিয়ে কলোনীর শাখা রাস্তাতে শুরু হলো ফিল্ডিং খেলা।।ইহা ইভটিঞ্জিং নয়, একটুখানি পারস্পারিক হাসি বিনিময়।।আহা কি ছিল সেই যে আমার নান রঙের দিনগুলি...

No comments:

Post a Comment