আমাদের ক্লাসের রাফি,আসিফ,সালাউদ্দিন। সবসময় একসাথে বসত।প্রথম বেঞ্চেও না,২ য় বেঞ্চেও না আবার শেষে র বেঞ্চেও না,একেবারে ৩ য় বেঞ্চে, জানালার পাশে।৩ জন একসাথে বসে এটা ও টা নিয়ে খুনসুটি, হাসাহাসি করত। রাফির কথার গাড়ি ছুটলে আর থামত না,আর সালাউদ্দিন এর সেন্স অব হিউমার ছিল দারুন।আসিফ হঠাত হঠাত হ্যালির ধুমকেতুর মত একটা দুইটা বলত। তিন জনে দুষ্টামি করলেও সীমা ছাড়াত না।আবার ক্লাসের বাইরেও একসাথে ঘুরত। ক্লাসের জানালা দিয়ে তাকিয়ে এটা ওটা খুজে বের করত কি নিয়ে মজা করা যায়। আবার পরীক্ষা আসলে তিন জনেই সিরিয়াস।কলোনি থেকে চলে আসার সময় ওদের থেকে বিদায় নিতে পারিনি।কিন্তু একদিন ঠিক আমাদের বাসায় এসে হাজির আর সবার আপডেট দিল।
এর অনেক বছর আসিফ আর রাফির সাথে দেখা হলেও সাল্লুর সাথে হয়নি।তিনজন ঠিক আগের মতই আছে।স্কুলের ড্রেস পড়িয়ে দিলে বোঝা যাবে না,এরা কি স্কুল ছাত্র না চাকরিজীবি?

No comments:
Post a Comment