Saturday, July 23, 2016

১৪,১৫,১৬ বছর-সাধারনত এই সময় বয়ঃসন্ধি কাল চলে


১৪,১৫,১৬ বছর-সাধারনত এই সময় বয়ঃসন্ধি কাল চলে।অন্যকিছুর পাশাপাশি বিপরীত লিংগের প্রতি অনুরাগ জাগবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তবে অনেকে চারপাশ ভেবেচিন্তে আগায়,অনেকে আবার অত ভাবাভাবির ধার ধরে না।ভাল লাগলো,পরোক্ষ বা পত্যক্ষ যে কোনভাবেই জড়িয়ে পরে।সে ক্ষেত্রে ছেলেরাই মেয়েদেরপিছু নেয় বেশিরভাগ ক্ষেত্রে।মেয়েটিরও যদি ভাল লাগে তখন সারা দেয়।না হলে এড়িয়ে যায়। csm এ থাকা অবস্হায় কোন মেয়েকে কোন ছেলের পছন্দ হলে সেই ছেলেটি স্কুলে আসা যাওয়ার পথে ইঙ্গিতে বুঝিয়ে দিত, তার বাসার সামনের রাস্তা দিয়ে বিকেল বেলা আসা যাওয়া করতো,ঐ বিল্ডিং এ বন্ধু থাকলে উছিলা দিয়ে যেতো।মেয়ের অভিভাবককে দেখলে বিনয়ের সাথে সালাম দিতো। সজিব কুমার দে কিন্তু থাপ্পড় মেরে মেয়েটির প্রতি দূর্বল হয়েছিলেন প্রথমে,সেটা মেয়েটি বুঝতে পেরেছিল।মেয়েদের আবার বুঝার ক্ষমতা একটু বেশি থাকে।এক,দো,তিন পাশে,সামনে,পিছনে বিল্ডিং এর ছেলেরা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিত ভালবাসার কথা।তখন হয় সম্পর্ক হতো,না হয় হতো না।এর ব্যতিক্রম ছিল কম।আর খুব কম অভিভাবকই সমর্থন করতো।আবার জানার পর অভিভাবকের চাপের মধ্যে থেকে প্রেম সফল করেছেন অনেকে।অনেকে সরে গেছেন বা সরে থেকেছেন।

No comments:

Post a Comment