Saturday, July 23, 2016

বাংলা সিনেমায় দেখেছি সন্তান অথবা কেউ হারিয়ে গেলে গান শুরু হয়


বাংলা সিনেমায় দেখেছি সন্তান অথবা কেউ হারিয়ে গেলে গান শুরু হয়।গানের মাঝামাঝি এলে হারানো নিধি ফিরে পাওয়া যায়।। C.S.M.পেজে অবশ্যি কোন গানের প্রয়োজন হয়নি।কিভাবে কিভাবে যেন এখানে এসে সবাই মিলে গেছে।সবার কলরব,হাসিঠাট্টা অনেক দুর থেকে শোনা যায়।এখানে আম্রা সবাই খুব happy.happy.happy.we r a happy family.long live our family....

No comments:

Post a Comment