Saturday, July 23, 2016

Md.Emrul Huda ওর কথা ভাবলেই চোখের সামনে ভেসে উঠে


Md.Emrul Huda ওর কথা ভাবলেই চোখের সামনে ভেসে উঠে, হাফ পেন্ট পড়ে দৌড় ঝাপ দেওয়া একটা পিচ্ছি ভাই। আজ মাশআল্লাহ সেও বাবা হয়ে গেছে আমারা বুড়া হয়ে গেছি। আবার কলোনীর কোন চাচা বা চাচী আমাকে বেটা বা বাবা বলে ডাকে তখন মনে হয় আমরা আগের বয়সেই আছি তখন যেমন ছিলাম....

No comments:

Post a Comment