আমার লিখা লেখির অভ্যাস নেই বললেই চলে , তবে পেজের সব পোষ্টে কমেন্ট করার চেষ্টা করি । Al Amin Billah Shujon সুজন পরিসংখ্যান করেছে লিখা নিয়ে যদি কমেন্ট নিয়ে পরিসংখ্যান করতো হয় তো বা আমার মতো আরো কিছু ষ্টিলারের নাম উঠে আসতো । আতিক ভাই আর জনি দারুন লিখে , লিখা নিয়ে ওদের কাছাকাছি যাওয়ার যোগ্যতা আমার নেই । Atiq Csm আতিক ভাই , কলোণী নিয়ে ছোট বড় গল্প লিখা লিখি থেকে এই "সিএসএম কলোণী" পেজের সৃষ্টি । পেজ সৃষ্টির পর থেকে পেজে নিয়মিত লেখে যাচ্ছেন এবং উনি প্রতি ঘন্টায় দুইটি করে গল্প লিখার ক্ষমতা রাখে । Niaz Morshed জনির লিখাও দারুন , আমাদের স্কুলের স্যারদের নিয়ে প্রত্যেকটি লিখাই চমৎকার লিখেছে । এবং জন্মদিন নিয়ে এতো ভাল একটা লিখা পোষ্ট দেওয়া যায়, যা ওর কাজ থেকে শিখলাম । Rubina Akter Shireen ইদানীং শিরি বু, লিখা শুরু করেছে । ওনার কিছু কিছু লিখা খুবেই ভাল মানের, ওনার লেখনিতে বড় লেখকদের প্রতিচ্ছবি খুঁজে পাই । শিরি বু- এর কাছ থেকে আরো লিখা আশা করি । এক সময় রাতে অর্থাৎ রাত ১০টার পর Jashim Uddin জসিম ভাই মাঝে মধ্যে ২০থেকে২২ লাইনের একটি গল্প লিখতেন, তা নিয়ে কমেন্টের পর কমেন্ট করে মোটামোটি রাত কেটে যেত । Reajul Islam Shahin পেজের প্রথম দিকে শাহিন ভাইয়ের উপস্হিতি ছিলো দেখার মতো । শাহিন ভাই প্রথমে পেজে চার বৌ নিয়ে হাজির হয়েছিলেন । উনি এই পেজ সৃষ্টির অন্যতম সদস্য । Ripon Akhtaruzzaman রিপন ভাই প্রথম দিকে কিছু বিতর্কিত লিখা লিখলেও এখন দারুন সব লিখা পেজে উপহার দিচ্ছেন । সহজ সরল একজন মানুষ, উনার মধ্যে লোভ নেই এবং বেশি যাওয়া পাওয়াও নেই । যতটুকু জানি বন্দ্বুদের জন্যে জান কোরবান । Khurshed Alam Manik মানিক ভাইয়ের উপস্তিতিটা ছিল ভিন্ন - শুভ সকাল দিয়ে পেজে শুরু , এখন স্বাস্হ্য সচেতন মূলক পোষ্ট দিয়ে । পেজের সবাইকে সচেতন করছেন । Monirul Islam Monir আমি মনা ভাই বলেই ডাকি , ওনার লিখার চেয়ে কমেন্ট গুলো চমৎকার । Farhana Islam Rony পেজে রনির উপস্তিতিটাও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে । Anisur Rahman Reza পেজের প্রথম দিকে রেজা ভাইয়ের উপস্তিতি বেনসন বিচারক দিয়ে , পরে উনি "পীর সাহেব" উপাদ্বি পান । Nazmul Huda নাজমুল ভাই খুব সাদা মনের মানুষ, সিএসএম-এর সকল প্রকারের প্রোগ্রাম গুলোতে ওনার উপস্তিতিটা দেখার মতো ।
আগামী ২০শে আগষ্ট এই পেজের ১ম জন্মবার্ষিকী বা প্রতিষ্ঠাবার্ষিকী , আসুন পেজের ও পেজের বাহিরের সকল ষ্টিলার মিলে এই প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করি । যার যত পরিকল্পনা আছে শেয়ার করি !!
No comments:
Post a Comment