Saturday, July 23, 2016

আকাশী রং সবারই খুব প্রিয় একটা রং


আকাশী রং সবারই খুব প্রিয় একটা রং। মেয়েদের যে কোন রংয়ের কাপড়েই মোটামুটি মানায় (তবে সবাইকে সব কালারে মানায় না)।কিন্তু ছেলের ক্ষেত্রে ভিন্ন। ছেলেদের আকাশী কালারের কাপড়ে খুব মানায় ভালো। তাই ছবি কালেকশন করতে গিয়ে দেখি আমাদের স্টীলার চাচা, ভাইরা আকাশী রংয়ের কাপড়ই বেশি পড়ে। এই রংটি পছন্দ করেনা এমন মানুষ কমই আছে। রংয়ের নাম আকাশী তাই সকলের মন হোক আকাশের মতো বিশাল। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

No comments:

Post a Comment