Saturday, July 23, 2016

যে যেই স্কুলে পড়ত তার কাছে সেই স্কুল অবশ্যই খুব আপন এবং গর্বের


যে যেই স্কুলে পড়ত তার কাছে সেই স্কুল অবশ্যই খুব আপন এবং গর্বের, তার কাছে তার স্কুলের খারাপ কিছু চোখে পড়তনা, সবই ভালো। আমার মতে এটাই হওয়া উচিৎ। আর আমিতো নিরপেক্ষ ভাবে বিচার করলেও দেখতে পাই আমার সিএসএম স্কুলে খারাপ বলে কিছু নেই।

আমাদের সময় এসএসসি পরীক্ষার পরীক্ষা কেন্দ্র ছিল নৌবাহিনী স্কুলে। সবাই জানেন নিশ্চয় কেমন কড়া কেন্দ্র ছিল সেটি। তবে কেন্দ্রের পরিবেশটি ভালো ছিল,পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি আর অনেক খোলামেলা। তো আমার এক পরীক্ষার দিনে আমি ওয়াশ রুম গিয়েছিলাম, সেখান থেকে যেই পরীক্ষার রুমে ঢুকছি ঠিক তখনই রুমের কর্তব্যরত শিক্ষক , সম্ভবত নৌবাহিনী স্কুলেরই টিচার, আমাকে দাড় করিয়ে বলল দেখি কয়টা নকল আনছো এই বলেই আমাকে সার্চ করলেন। খুব অপমান বোধ করছিলাম, শেষে উনাকে বলেই ফেললাম, স্যার আমি স্টিল মিল স্কুলের ছাত্র, ঐ স্যার একথা শুনে বললেন, স্টিল মিল স্কুলের ছাত্র তো কি হইছে? আর আমার উত্তর এবার ; স্যার স্টিল মিল স্কুলের ছাত্ররা নকল করেনা। আমার এ দৃঢ় চেতা কথায় ওই স্যার একটু হতবাক হয়ে আমাকে বললেন "তোমার স্কুল নিয়ে এতো গর্ব, গুড, নিজের স্কুলের প্রতি এ রকম শ্রদ্ধা রাখা উচিৎ "।

আজো তাই আমি সব জায়গায় বলি আমার স্কুল আমার গর্ব।

No comments:

Post a Comment