Wednesday, March 30, 2016

শ্রদ্ধেয় এবং স্নেহের ভাই বোনেরা


সারাদিন তোমাদের সাথেই কাটাই। মনে যে কস্ট তা লাঘব করার চেস্টা। আর তাতে তোমাদের যে অবদান তা অসাধারণ। তবুও কস্ট তার জায়গা থেকে একচুল সরেনি। জীবনের সবচেয়ে কঠিন সত্যের মুখোমুখি হয়েছি আজ ৩১ দিন। কিন্তু আজ অব্দি আমি এটা মেনে নিতে পারছিনা। বিশ্বাসই হয়না।আমার আব্বার জন্য এবং যত বাবা জীবিত বা মৃত সবার জন্য,জীবিতদের দীর্ঘায়ু আর সুস্থতার জন্য দিনশেষে একবার হলেও দোয়া কোরো। আমার জন্যও। আমি আজো আব্বার রেখে যাওয়া টুথপেস্ট যা আমার বাসায় আছে তা ব্যবহার করছি আর কাউকে ধরতে দেইনা। উনার রেখে যাওয়া টিস্যু রোল সেভাবেই রেখে দিয়েছি। জানি এইগুলা শেষ হবে বা নস্ট হবে। কিন্তু আব্বা আমার মাঝে সারাজীবনই জীবিতই থাকবেন।

No comments:

Post a Comment