Wednesday, March 30, 2016

১নং ঘানির ঘী কী দোষ করলো


আমার মনে হয় এখানে যারা লিখেছে, তারা সবাই কাউ কে না কাউ কে তেল দিয়ে লিখেছে কিন্তু আমার ভাব তে কস্ট হচ্ছে এই ২০১৬ তে এসে ও যদি তেল এ থাকে তা হলে ১নং ঘানির ঘী কী দোষ করলো, না আমি এই টা মেনে নিতে পারছি না, সবার এই টা বুজা উচিত এই সময় কাউরে তেল দিলে তার ইজ্জত এ লাগতে পারে তাই এই পেইজ এর সবার কাছে সবিনয়ে অনুরোধ এখন থেকে তেল না দিয়ে ঘী দিয়ে লিখার চেস্টা করবেন আশা রাখি।ভাল ভাল লিখা পরার অপেক্ষায় আমি এই পেইজ এর একজন মেম্বার।

No comments:

Post a Comment