Wednesday, March 30, 2016

পেইজে মেয়েদের উপস্থিতি কম ছিল শুরুতে


Farhana Islam Rony, পেইজে মেয়েদের উপস্থিতি কম ছিল শুরুতে। শায়লা ছাড়াও এই মেয়েটাও খুব সপ্রতিভ। ফোন নাম্বার চাইলাম ইনবক্সে। পেয়েই ফোন দিলাম। কথা বলে খুব চমতকৃত হয়েছি। আড্ডার দিন সকালে ওকে প্রথম দেখলাম। এই মেয়েটাও এত সুন্দর কেরে বুঝলাম না। বিশেষ করে তার চোখ। ও আব্বা যাবার কদিন আগে ফোন করেছে ওর ভাইয়ের বিয়েতে দাওয়াত দিতে। বলেছিলাম যে আসতে পারলে ভাল হত,কিন্তু আব্বা আসছেন, তাই হবে না যাওয়া। ও আবার বললো চিটাগাং গিয়ে তার আব্বার সাথে আব্বাকে কথা বলাবে। আমার কাছে সময় জেনে নিলো। কিন্তু ও ফোন করার আগেই ত........। যাহোক,এই মেয়েটার জন্য অনেক দোয়া রইলো। ভাল থাকিস তুই,অনেক ভাল।


No comments:

Post a Comment