Wednesday, March 30, 2016

জিয়াউল হাসান জিয়া। সি এস এম আড্ডার নেপথ্য নায়কদের একজন।


আপাত দৃষ্টিতে কঠিন এবং কঠোর মনে হলেও ভিতরে ভিতরে ভীষন নরম । যা করার একেবারে পারফেক্টলি করাই একমাত্র ইচ্ছা।যে কোন কাজের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা,দায়িত্ববোধের উপর কড়া নজর রাখাতে বদ্বপরিকর।এসব কারনে অনেকে তাকে অপছন্দ করলেও সে তার নীতি থেকে একবিন্দুও সরতে রাজী নয়।আবার এই নীতির কারনে অনেকে তাকে আইডল হিসাবে মেনে নেয়।উপরের লেখায় যার এমন কঠিন চরিত্র চিত্রায়িত করলাম সে আর কেউ নয়, সে জিয়াউল হাসান জিয়া। সি এস এম আড্ডার নেপথ্য নায়কদের একজন। আমাদের এই ভাইটি কঠোর মনে হলেও ভেতর থেকে ভীষন নরম।।যে কোন যৌক্তিক কাজে তার সমর্থন আদায় করা খুবই সহজ।।সবার অগোচরেই মানুষকে সাহায্য করা তার অভ্যাস।।সবচেয়ে বড় গুন হচ্ছে ভুল স্বীকার করার মানসিকতা।আমাদের কাছে তার পরিচয় স্টীলার হিসাবে।স্টীলার হিসাবে আমরাও চাইব জীবনের বাঁধা সফলতার সাথে অতিক্রম করে আরো সমৃদ্বি লাভ করুক।


No comments:

Post a Comment