Wednesday, March 30, 2016

তানিয়া


সিএসএম এর আমাদের ছোট বোন।আমার ছোট বোনের ক্লাসমেট।ছিল কলোনীর এফ/৩ এর হক স্যারের পাশের বাসায়,পরে হাউজিল কলোনীতে যায়।ছোট কাল থেকে সংস্কৃতি মনা।

সুচায়নের আছে জড়িত।খুব ভাল কবিতা আবৃতি ও উপস্হাপনা করে। বতর্মানে এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষিকা।

আড্ডাতে তানিয়ার প্রাণবন্ত উপস্হাপনা সকলের প্রসংশা করিয়েছে,
এক কথায় আমাদের সিএসএম এর গর্ব।

শুধু কোন খাওয়ার আড্ডা তে না রাখলে মাইন্ড খায়।
তানিয়ার একটা ইচ্ছে সিএসএম তয় প্রজন্মকে সাংস্কৃতি মনা করে গড়ে তোলা।
বোন তুই এগিয়ে যা সিএসএম এর সকল ভাই - বোন তোর সাথে আছে।


No comments:

Post a Comment