Wednesday, March 30, 2016

সতর্কীকরন পোস্ট


গতকাল শহরে গিয়ে ছিলাম সরকারি প্রয়োজনে।।লোকাল বাসে যাচ্ছিলাম।।বাসে উঠার পর থেকে সামনের সিটের একটা বাচ্চার দিকে কেবলই দৃষ্টি যাচ্ছিল।।কেবল চিৎকার করে কাঁদছিল।।কৌতুহল নিয়ে জিজ্ঞাসা করলাম,,ও কাঁদছে কেন??তখন ওর বাবা বললো,,((খেলতে গিয়ে নাকের ভেতর শিমের বিচি ঢুকে গেছে)),,এখন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ নিয়ে যাচ্ছি।।কিছু ক্ষনের জন্য হতভম্ব হয়ে গেলাম আর মনে মনে বললাম আল্লাহ্ তুমি সাহায্য করো।।তখন বাবার হাতটা ধরে বললাম মনে সাহস রাখুন আল্লাহ্ নিশ্চয়ই সাহায্য করবেন।।

পোস্ট টা ব্যক্তিগত পেজে না দিয়ে এখানে দিলাম।।সচেতনতাটা আমার পরিবার থেকেই শুরু করতে চাই।।কারন এই পেজটা আমার পরিবার।।

তাই বাবা-মা সহ ভাই-বোনদের বলছি,,আপনারা আপনাদের জক্ষের ধন দের দিকে ভাল ভাবে খেয়াল রাখবেন।।
""মনে রাখবেন একটু অসচেতনতা,,সারা জীবনের কান্না""

No comments:

Post a Comment